রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
The Daily Post

সিদ্ধিরগঞ্জে জামায়াতের ২১ নেতাকর্মীর নামে মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জে জামায়াতের ২১ নেতাকর্মীর নামে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবরোধের সমর্থনে মিছিল করে সড়কে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শুক্রবার (১৭ নভেম্বর) মামলার বিষয়টি জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান।

এরআগে বৃহস্পতিবার দিনগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার এএসআই সংকর দাস বাদী হয়ে মামলাটি করেন।

একইদিন সকালে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করেন জামায়াতের নেতাকর্মীরা। নবনির্মিত নাগিনা জোহা সড়কের পাঠানটুলি এলাকায় মিছিল শেষে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করছিলেন তারা। এসময় ধাওয়া দিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, এ কে ইমন নুরুল্লাহ, মাইনুদ্দিন, আব্দুস সাত্তার, শামীম আহমেদ, মোহাম্মদ আফাজউদ্দিন, মোহাম্মদ মমিন, আনোয়ার হোসেন, বেলায়েত, মোহাম্মদ আ. কাশেম, মো. জামান, মো. হাসান, হাবিবুর রহমান, সোহেল রানা, মোতাসিম মামুন, মো. মামুন ও রুবেল রানা।

মামলার বাকি আসামিরা হলেন, নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সদস্য জয়নাল আবেদীন ফারুক, সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের সাবেক সভাপতি মাওলানা বশীর উল্ল্যাহ, সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতে ইসলামের আমির মাওলানা জাকির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হুজাইফা, সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের রোকন ইঞ্জিনিয়ার আব্দুল বাকি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানান, অবরোধের সমর্থনে মিছিলের পর নাশকতার প্রস্তুতির সময় জামায়াতের ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

টিএইচ