সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

সিরাজগঞ্জে কৃষকদের মধ্যে পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জে কৃষকদের মধ্যে পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ বিতরণ

জেলার সদর উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ১৯১ জন প্রান্তিক কৃষকের মধ্যে পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে বিতরণ করা হয়। 

অনাবাদি পতিত জমি ও বসতবাড়ি আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্প কৃষি সমপ্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জের আয়োজনে অনুষ্ঠান উদ্বোধন করেন কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর, উপ-পরিচালক, কৃষি সমপ্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জ। 

উপকরণ হিসেবে প্রতিজনকে  মাল্টা, লেবু, বাতাবি লেবু, পেপে গাছের চারা। ডিএপি, জৈব, এমওপি, জিপসাম সার, বীজ হিসেবে রবিশস্যর বিভিন্ন রকমের বীজ বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষিবিদ এ কে এম মফিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ আশকর আলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার সাদাতসহ  অত্র দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।

টিএইচ