রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

সিরাজগঞ্জে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

জেলার রায়গঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী শ্রী রূপ কুমার চন্দ্র সরদারকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত শ্রী রূপ কুমড়া চন্দ্র সরদার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিনোদবাড়ি গ্রামের শ্রী গোপাল চন্দ্র সরদারের ছেলে।

সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর অ্যাড. মাসুদুর রহমান বলেন, মামলার তিন আসামির মধ্যে আদালতে দুই আসামি উপস্থিত ছিলেন। একজনকে আমৃত্যু কারাদণ্ড ও আসামি শ্রীমতী ভাজেল রানী সরদারকে বেকসুর খালাস দিয়েছে আদালত। মামলা চলাকালে অপর আসামি শ্রী শ্যামল চন্দ্র সরকারের মৃত্যু হওয়ায় তাকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালে শ্রী রূপ কুমার চন্দ্র সরদারের সঙ্গে বগুড়া জেলার শেরপুর থানার দলিল গ্রামের শ্রী অনিল চন্দ্র সারদারের মেয়ে ববিতা রানী সরদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে অনিল রূপ কুমার এক লাখ টাকা যৌতুকের জন্য তার স্ত্রীকে নির্যাতন করে আসছিল।

এরই জেরে ২০১৬ সালের ৯ নভেম্বর স্বামী রূপ কুমার তার স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ৪জনকে আসামি করে মামলা করেন। মামলা চলাকালে ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আদালত শ্রী রূপ কুমার চন্দ্র সরদারকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন।

টিএইচ