বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সিরাজদিখানে সামাজিক সমপ্রীতি সমাবেশ অনুষ্ঠিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 

সিরাজদিখানে সামাজিক সমপ্রীতি সমাবেশ অনুষ্ঠিত

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৭ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতা মঞ্চে এ সামাজিক সমপ্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক আবু জাফর রিপন। মুখ্য আলোচক ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. তাহমিনা আক্তার তুহিন, সহকারী কমিশনান (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত, সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম, সিরাজদিখান-শ্রীনগর মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আলী আহমেদ বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তািভ ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষর্থীরা। 

সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। বিকেলে উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামে মুক্তিযোদ্ধা জাদুঘরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

টিএইচ