সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সিরাজদীখানে চার প্রতিষ্ঠানে জরিমানা

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সিরাজদীখানে চার প্রতিষ্ঠানে জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদীখানে চারটি প্রতিষ্ঠানে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৪ জুলাই) উপজেলার বালুচর বাজারে এ অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম। 

এসময় তিনি বলেন, স্বপ্ন সুপার সপ মনিটরিংকালে দেখি আমদানিকারকের সিলবিহীন পণ্য বিক্রি করছে ও প্যাকেটকৃত খেজুরে পোকা বিচরণ করছে এই অপারাধে ছয় হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে হাবিব স্টোরকে তিন হাজার, ইকরামুল স্টোরকে দুই হাজার ও লিয়াকত স্টোরকে তিন হাজারসহ মোট ৪টি প্রতিষ্ঠনকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা, কৃত্রিম সংকট রোধ ও পণ্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।  জনস্বার্থে বাজার অভিযান আমাদের অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক শাহালম মিয়া ও সিরাজদীখান থানা পুলিশের একটি টিম।

টিএইচ