বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে নানাবিধ কর্মসূচি হাতে নেয়া হয়।
১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে প্রশাসনিক ভবনের সামনে থেকে সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে টিএসসির সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবনের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. এম রাশেদ হাসনাতের সভাপতিত্বে এবং প্রফেসর ড. নাসরিন সুলতানা লাকীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিকৃবির প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ইকবাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ প্রমুখ।
টিএইচ