রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট ব্যুরো

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অভিযানে কোটি টাকার চোরাই পণ্য ও ভারতীয় বিয়ারসহ দুজনকে আটক করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্র জানায়, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, সোনালীচেলা, দমদমিয়া, কালাইরাগ, শ্রীপুর, উৎমা, কালাসাদেক, প্রতাপপুর, সংগ্রাম, বিছনাকান্দি, ডিবির হাওড় বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চিনি, শুঁটকি, স্কিন সাইন ক্রিম, নিভিয়ে সফট ক্রিম, কমলা, গরু, ফেন্সিডিল ও বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমান রসুন, মাছ চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহূত মোটরসাইকেল, অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়।

এছাড়া রোববার (৮ ডিসেম্বর) রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদেশ্বর থেকে তাদের আটক করে।

আটকরা হলেন, বিছানাকান্দি গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে মো. আবুল হোসেন, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বিলপার গ্রামের মো. মনির মিয়ার ছেলে মো. মনছুর চৌধুরী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯৭ লাখ ৪৮ হাজার ১৫০ টাকা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে চোরাই পণ্য জব্দ করা হয়। এ পণ্যের নিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ