সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সিলেটে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত।

সিলেট প্রতিনিধি

সিলেটে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত।

সিলেটে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।   

এসময় সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ্জমান সিলেট জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।  

উন্নয়ন সমন্বয় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, সরকারি বিভিন্ন দপ্তরের কাজের সমন্বয়ের মাধ্যমে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখা জেলা প্রশাসনের প্রধান কাজ। জেলা প্রশাসনের কাজকে সহজতর ও গতিময় রাখতে সংশ্লিষ্ট সকলকে সার্বিক সহায়তা করার আহ্বান জানান তিনি।   

জরায়ু ক্যান্সার প্রতিরোধে সচেতনতার গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের জোরালো ভূমিকা পালন করতে হবে। এছাড়াও সরকারি প্রচার-প্রচারণার পাশাপাশি সামাজিক ও ধর্মীয়ভাবে বিভিন্ন সভা, সমাবেশের মাধ্যমে জনগণকে জরায়ু ক্যান্সার ও টিকার গুরুত্ব সম্পর্কে অভিহিত করতে হবে।  

পরবর্তীতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে সিলেট জেলার আইন শৃঙ্খলা, অভিযান পরিচালনা ও বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে অবগত হন।     

টিএইচ