রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১
The Daily Post

সিলেটে বালুর নিচে মিলল ১৯ লাখ টাকার ভারতীয় চিনি

সিলেট ব্যুরো

সিলেটে বালুর নিচে মিলল ১৯ লাখ টাকার ভারতীয় চিনি

সিলেটে অভিনব পন্থায় ভারতীয় ‘বুঙ্গার’ চিনি পাচারের চেষ্টা করছিল চোরাকারবারিরা। পুলিশের চোখ ফাঁকি দিতে ট্রাকে চিনির বস্তা বোঝাই করে উপরে বালু চাপা দিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৯০০ টাকার বালুর নিচ থেকে পুলিশ প্রায় ১৯ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ করেছে।

সিলেট-তামাবিল মহাসড়কের দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে চিনির চালানটি জব্দ করে শাহপরাণ থানা পুলিশ। এ সময় চোরাকারবারের সঙ্গে জড়িত দু’জনকে আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দাসপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি ট্রাক আটক করা হয়। এ সময় বালু চাপা দিয়ে চিনি পাচারের বিষয়টি টের পায় পুলিশ।

পরে পুলিশ ৩০ ফুট বালু সরিয়ে ট্রাকের ভেতর থেকে ৩১৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। ৩০ ফুট বালুর মূল্য ৯০০ টাকা এবং জব্দকৃত চিনির মূল্য ১৮ লাখ ৭৫ হাজার ৭২০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ সময় চোরাকারবারের সঙ্গে জড়িত দু’জনকে আটক করা হয়। তারা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চমনাই গ্রামের মো. মানিক আলীর ছেলে হাবিবুর রহমান (২৭) ও একই উপজেলার জয়রামপুরের হাবলু মিয়ার ছেলে জয় হোসেন (২২)।

টিএইচ