বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১
The Daily Post

সিলেটে রাবার বাগানে নিয়ে নারীকে ধর্ষণে দুজন আটক

সিলেট ব্যুরো

সিলেটে রাবার বাগানে নিয়ে নারীকে ধর্ষণে দুজন আটক

সিলেটে রাবার বাগানে তুলে নিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার নগরীর এয়ার থানাধীন ছড়াগাঙ এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার নারী বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার দলুইপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ রাকিব মিয়া এবং একই থানার উত্তর মোকামের গোল পীরেরবাজার এলাকার হাসেম মিয়ার ছেলে আব্দুল করিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভুক্তভোগী নারীকে ছড়ারগাং এলাকার রাবার বাগানে নিয়ে ধর্ষণ করা হয়। এসময় বাগানে কাজ করতে যাওয়া শ্রমিকরা ওই নারীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গত মঙ্গলবার রাতে অভিযুক্ত দুজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। এ বিষয়ে ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বুধবার (১২ মার্চ) এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, ফিজিক্যাল এসাল্ট নিয়ে ওই মহিলা হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তির সময় তার রক্তপাত হচ্ছিলো। রোগীর কিছু পরীক্ষা করার জন্য নমুনা ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি লাইফ সেভিং ট্রিটমেন্টের আওতায় আছেন।

তিনি আরও বলেন, ভুক্তভোগী নারী মানসিক ভারসাম্যহীন কি-না নিশ্চিত নয়। কারণ তিনি এ ঘটনার পরও মানসিক বিপর্যস্ত হতে পারেন। এসব বিষয় পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে।

টিএইচ