বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সিসিকের সাবেক কাউন্সিলর মতিউর গ্রেপ্তার

সিলেট ব্যুরো

সিসিকের সাবেক কাউন্সিলর মতিউর গ্রেপ্তার

সিলেট সিটি কর্পোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা মতিউর রহমানকে র্যাব-৯ সিলেটের একটি বিশেষ অভিযানে গ্রেপ্তার করেছে। 

এসএমপি সিলেটের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব সূত্রে জানা যায়, মতিউর রহমানের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন এবং বাংলাদেশ পেনাল কোডের একাধিক ধারায় মামলা রয়েছে। 

সিলেট কোতোয়ালি থানায় নথিভুক্ত মামলাটি গত ২৭ অক্টোবর করা হয়। মামলায় বিস্ফোরক দ্রব্যাদি আইনের পাশাপাশি বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রাতে মোগলাবাজার থানার শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মতিউর রহমানকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এসএমপি সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। 

র্যাব-৯ আরও জানিয়েছে, মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করে যাচ্ছে।

টিএইচ