চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকায় পরিত্যক্ত গোয়াল ঘর থেকে দুই কোটি ৮৪ লাখ টাকা মূল্যের চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় হুদাপাড়া সীমান্ত থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, হুদাপাড়া সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণ চোরাচালান হবে। খবর পেয়ে হুদাপাড়া বিওপির একটি অভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৯৬/৪-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের ভেতরে হুদাপাড়া গ্রামে অবস্থান করে।
সন্ধ্যা ৬টার দিকে একটি পরিত্যক্ত গোয়াল ঘর তল্লাশি করে গোয়াল ঘরের ভেতর ঝুলানো একটি নেটের ব্যাগের মধ্যে সাদা বাইন্ডিং টেপ দ্বারা মোড়ানো দুটি প্যাকেট জব্দ করে বিজিবি। জব্দকৃত প্যাকেট থেকে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো দুই কেজি ৩৩৫ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণের বাজার মূল্য আনুমানিক দুই কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার এবং দামুড়হুদা মডেল থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
টিএইচ