বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

সীমান্তে আ.লীগ নেতা কামাল আটক

সিলেট ব্যুরো

সীমান্তে আ.লীগ নেতা কামাল আটক

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক হয়েছেন জৈন্তাপুর উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ এবং তার সহযোগী সাদেক আহমদকে গ্রেপ্তার করা হয়। গত শনিবার রাতে উপজেলার গোয়াবাড়ি সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। 

এ সময় তাদের দেহ তল্লাশি করে ২টি বাংলাদেশি পাসপোর্ট, ১৪ হাজার ২০০ ভারতীয় রুপি, বাংলাদেশি ৪ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন ও তাদের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

এদিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী বলেন, জব্দকৃত মালামালসহ ওই দুজনকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জৈন্তাপুর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সে মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

এর আগে গত ২৩ আগস্ট রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় আলোচিত সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে।

বিষয়টি জানিয়ে জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলাম বলেন, আটক কামাল আহমদের বিরুদ্ধে ৪ আগস্ট সহিংসতার একটি মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

টিএইচ