রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

সিলেট প্রতিনিধি

সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

সিলেটের গোয়াবাড়ি সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (২৫ ডিসেম্বর) ভোর রাতে জৈন্তাপুরের গোয়াবাড়ি সীমান্তে তাকে গুলি করে ভারতীয় খাসিয়ার একটি দল।

নিহত ব্যক্তির নাম মদসসির আলী (৫২)। তার বাবার নাম মছদ্দর আলী। তিনি জৈন্তাপুর থানার গুয়াবাড়ি আদর্শ গ্রামের বাসিন্দা।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ।

তিনি আরও জানান, নিহত ব্যক্তি গত রাতের কোনো একসময় ভারতীয় সীমান্ত এলাকায় সুপারি সংগ্রহে গিয়েছিলেন। এসময় ভারতের খাসিয়াদের একটি দল তাকে গুলি করে। এতে তার মৃত্যু হয়।

উল্লেখ্য,ভারতের সীমান্ত এলাকার পাহাড়ের বাসিন্দা খাসিয়া সম্প্রদায়ের লোকজন সুপারি চাষ করে থাকেন। এসব সুপারি সংগ্রহে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঘটে থাকে বলে জানা যায়।
টিএইচ