শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

সুইহারি ইউনিয়ন ক্লাব ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

সুইহারি ইউনিয়ন ক্লাব ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত

সুইহারি ঈদগাহ মাঠে সুইহারি ইউনিয়ন ক্লাবের আয়োজনে ইউনিয়ন ক্লাব ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল। 

বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি অ্যাড. আব্দুল হালিম, দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মো. মতিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুইহারি ইউনিয়ন ক্লাবের আহ্বায়ক মো. রাশেদুজ্জামান রাশেদ। 

ইউনিয়ন ক্লাবের সদস্য সচিব মো. মামুন সরকারের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোখলেসুর রহমান কচি, জেলা বিএনপির উপদেষ্টা মো. রফিকুল ইসলাম পাভেল, পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিনাজপুরের সাবেক উপ-পরিচালক মমতাজ বেগম, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রায়হান আলী খান তাঁজ প্রমুখ। 

ফাইনাল খেলায় সুইহারি ইউনিয়ন ক্লাবের জুনিয়র দল বনাম  টার্মিনাল এলাকার ইলেভেন স্টার (ব্ল্যাক ক্যাপ) দল অংশগ্রহণ করে। ইলেভেন স্টার (ব্ল্যাক ক্যাপ) দল ৪-৩ গোলে বিজয় ট্রফি গ্রহণ করে। 

টিএইচ