সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সুগন্ধা নদীতে ফের বিস্ফোরণে আগুন আতঙ্কে বৃদ্ধার মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

সুগন্ধা নদীতে ফের বিস্ফোরণে আগুন আতঙ্কে বৃদ্ধার মৃত্যু

ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের বিস্ফোরণের ঘটনায় আগুন আতঙ্কে বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যায় বৃদ্ধা জয়নব বিবি (৭০) স্ট্রোক করে মারা যান। 

হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক স্ট্রোকজনিত কারণে মারাগেছে বলে জানান। জয়নব বিবি শহরের সিটিপার্ক চর এলাকার মৃত. মোসলেম উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, বিস্ফোরণকৃত তেলবাহী জাহাজ সাগর নন্দিনী ২ এর তেল অপসারণকালে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তীরে নোঙ্গর করে তেল অপসারণ করতে গেলে এ দুর্ঘটনায় তেল নদীতে ছড়িয়ে পড়ে। 

বিস্ফোরণের আগুনও জ্বলতে থাকে দেখে নদী তীরবর্তী বাসিন্দা বৃদ্ধা জয়নব বিবির হঠাৎ শ্বাস বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়লে হাসাপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।

টিএইচ