পাবনার সুজানগরে ৫১ শয্যা বিশিষ্ট সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়াশিম খান। তিনি সার্বিক নির্দেশনা প্রদান করেন এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, ডা. আইরিন আক্তারসহ অন্য মেডিকেল অফিসাররা।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার, নার্স সুপার, উপসহকারী মেডিকেল অফিসার, মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল ডেন্টাল, ল্যাব এটেন্ডেন্ট, জরুরি বিভাগের এটেন্ডেন্ট ও অফিস সহায়কদের নিয়ে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায়।
এ অভিযানে হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগের ময়লা-আবর্জনা ও আগাছা পরিষ্কার করা হয়। আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়াশিম খানের এ কার্যক্রমে হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনেরা মুগ্ধ হয়েছেন।
জানা যায় ডা. ওয়াসিম খান গত ২৩ অক্টোবর সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও (নিয়মিত) পদে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার উন্নতির জন্য কাজ করে যাচ্ছেন।
তিনি হাসপাতালের ভেতরে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশ দেখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পরামর্শ নিয়ে হাসপাতাল পরিষ্কার করার সিদ্ধান্ত নেন। হাসপাতালে সেবা নিতে আসা কয়েকজন জানান, আরএমও ডা. ওয়াসিম খান হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে নিজে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতারসহ ফুল গাছের চারা রোপণ করেন।
টিএইচ