বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতি

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতি

সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও কোথাও ঝড়ে কাঁচা ঘরবাড়ি, বৈদ্যুতিক খুঁটি, দোকান কোটা লণ্ডভণ্ড হয়ে গেছে। সড়কে গাছপালা ভেঙে পড়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

গত রোববার রাতে প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। ঝড়ে জেলার তাহিরপুর, শান্তিগঞ্জ, দোয়ারাবাজার, দিরাই উপজেলার বিভিন্ন এলাকার কাঁচা ঘরবাড়ি, বৈদ্যুতিক খুঁটি ও দোকান কোটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে শহরের কালীবাড়ি এলাকায় একটি চলন্ত সিএনজির উপর গাছ ভেঙে পড়ে তিনজন আহত হয়েছেন।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, রাত ১০টায় তীব্র বেগে ঝড় আসে। সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টি। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঝড়ে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, কিছু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের তালিকা করা হচ্ছে, তাদেরকে সহায়তা প্রদান করা হবে।

টিএইচ