সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সুনামগঞ্জে নৌকাডুবি: ৩ ভাই-বোনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে নৌকাডুবি: ৩ ভাই-বোনের মৃত্যু

সুনামগঞ্জ সদর উপজেলার গোবিনপুরের দেখার হাওরে নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোবিন্দপুর গ্রামের মাঝের বাড়ির সোহেল মিয়ার মেয়ে তন্নি (১২) তান্নী (৮) ও ছেলে রবিউল (৩)।

স্থানীয় ইউপি সদস্য মহিনুর জানান, শিশুদের বাড়ি হাওরের পাড়ে। শিশুদের মা-বাবা বাড়িতে না থাকায় এবং বাড়ির চারপাশে পানি চলে আসায় শিশুরা একটি নৌকা করে সড়কে আসতে গিয়ে হাওরের স্রোতে নৌকা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশের গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

টিএইচ