বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সুনামগঞ্জের চলতি নদী থেকে বালুভর্তি নৌকা আটক

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের চলতি নদী থেকে বালুভর্তি নৌকা আটক

সুনামগঞ্জ ধোপাজান চলতি নদীতে অভিযান চালিয়ে ৫টি বালু ভর্তি নৌকা আটক করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে জেলা পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খাঁনের নির্দেশে সদর থানার ওসি মো. নাজমুল ইসলামের নেতৃত্বে এসআই ফজলে রাব্বি ও এসআই মহিন উদ্দিনসহ একটি ফোর্স অভিযান পরিচালনা করে বালু ভর্তি নৌকা আটক করতে সক্ষম হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা নৌকা থেকে নদীতে ঝাপিয়ে পড়ে পালিয়ে যায়। সদর থানার ওসি নাজমুল ইসলাম জানান, প্রচণ্ড বজ্রপাতকে উপক্ষো করে সদর থানা পুলিশের অভিযানে ৫টি বালু ভর্তি নৌকা আটক করা হয়েছে। 

আটক বালুভর্তি নৌকা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে মামলা প্রস্তুতি চলছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ