ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জেলা সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।
জেলা প্রশাসক তার বক্তব্য বলেন- সুন্দর সমাজ গঠন ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ইসলামিক ফাউন্ডেশন, প্রধান কার্যালয়ের সচিব, (উপসচিব) মোহাম্মদ ইসমাইল হোসেন ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম।
ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহের পরিচালক মো. হাবেজ আহমেদের সভাপতিত্বে এসময় আমন্ত্রিত অতিথি ছিলেন- জামিয়া ইসলামিয়া সেহড়ার মুহতামিম মাওলানা মো. আলোয়ারুল হক, গাঙ্গিনার পাড় জামে মসজিদের খতিব মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, জামিয়া আরাবিয়া মিফতাহুল উলূমের শায়খুল হাদীস মুফতি আহমদ আলী, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. আমিনুল হক, কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মাঠ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল্লাহ আল মামুন, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মো. মঞ্জুরুল হক, বাকৃবির সাবেক অধ্যাপক প্রফেসর হাফিজ উদ্দিন, মারকাজ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা কাজী হাসানসহ অনেকেই।
টিএইচ