গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্রীপুর ইউনিয়নের মাঠের হাটে ১০ দিনব্যাপী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
এতে জেলা কমান্ড্যান্ট, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক প্রশিক্ষিকা, কৃষি কর্মকর্তা, ফ্রিল্যান্সিং ইন্সট্রাকটর, বিসিক বা পর্যটন কর্মকর্তা, নির্বাহী অফিসার, পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক প্রধান/অধ্যক্ষ/ সুপাররা প্রশিক্ষণ করাবেন।
নৈতিকতা ও শিষ্টাচার, প্রাকৃতিক দুর্যোগকালীন করণীয়, ফ্রিল্যান্সিং ও ওপেন সোর্স মার্কেট প্লেস তৈরির জন্য ধারণা প্রদান, উদ্যোক্তা তৈরিকরণ, সামাজিক অপরাধ অস্থিরতা ও অপপ্রচার অপকর্ম চিহ্নিতকরণ এবং তা প্রতিরোধে ভিডিপির ভূমিকা, অগ্নি দুর্ঘটনা রোধের কলাকৌশল, অগ্নিনির্বাপক বিষয়গুলোর উপর প্রশিক্ষণ করানো হবে।
উল্লেখ্য যে এ প্রশিক্ষণে ৩২ জন পুরুষ এবং ৩২ জন মহিলা অংশগ্রহণ করেন। তাদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে নির্ধারণ করা হয়। তাদের ডাটাবেজ আনসার ভিডিপির সদর দপ্তর প্রশিক্ষণ পরিদপ্তরে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করা হয়।
টিএইচ