বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সুন্দরগঞ্জে নাতি-নাতি বউয়ের হাতে দাদা খুন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সুন্দরগঞ্জে নাতি-নাতি বউয়ের হাতে দাদা খুন

গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নাতি ও নাত বউয়ের লাঠির আঘাতে দাদার মৃত্যু হয়েছে। নিহত আব্দুল খালেক ভোলা উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামের মৃত আছর প্রামাণিকের ছেলে। 

গত রোববার রাতে মনমথ কাঠগড়া গ্রামে ঘটনা ঘটে। এ ঘটনায় মো. আলম মিয়া ও মোছা. রেখা বেগমকে পুলিশ আটক করেছে। মো. আলম মিয়া একই গ্রামের মৃত হবিবুর ছেলে ও মোছা. রেখা বেগম আলম মিয়ার স্ত্রী।

সুন্দরগঞ্জ থানার ওসি সেলিম রেজা বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

টিএইচ