রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সুন্দরগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের পরিপত্র অবহিতকরণ সভা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সুন্দরগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের পরিপত্র অবহিতকরণ সভা

উপজেলা পরিষদের ৩য় ধাপের নির্বাচন উপলক্ষ্যে সুন্দরগঞ্জ উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের রোববার (২৬ মে) দিনব্যাপী প্রশিক্ষণে স্পেশালাইজড প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কাজী নাহিদ রসুল, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গাইবান্ধা। 

ওই প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন মো. কামাল হোসেন, পুলিশ সুপার, গাইবান্ধা এবং মো. মশিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার, সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মো. আব্দুল মোত্তালিব, জেলা নির্বাচন কর্মকর্তা, গাইবান্ধা। 

সভাপতিত্ব করেন মো. তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, সুন্দরগঞ্জ। এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের করণীয়, দিক-নির্দেশনা এবং নির্বাচন সংশ্লিষ্ট আইন, বিধি ও পরিপত্র সম্পর্কে অবহিত করেন।

টিএইচ