বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Post

সুন্দরবনে পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি

দাকোপ (খুলনা) প্রতিনিধি

সুন্দরবনে পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি

সুন্দরবন ও তার সংলগ্ন অঞ্চল সমূহে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এ শুনানীর আয়োজন করেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে রূপান্তরের সুন্দরবন প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও রূপান্তর কর্মি বিপাশা রায়ের পরিচালনায় অনুষ্ঠিত গুশুনানীতে প্রধান অতিথির বক্তৃতা করেন ইউএনও মো. আসমত হোসেন।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমজাদ হোসেন সরদার, থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) দেবাশীষ দাশ, মেরিন ফিসারিজ কর্মকর্তা বিপুল কুমার দাশ, এনজিও প্রতিনিধি দেবাশীষ ঘোষ। অন্যদের মধ্যে বক্তৃতা করেন সাংবাদিক আজগর হোসেন ছাব্বির, মো. মামুনুর রশিদ, ইয়ুথ লিডার অমিত রায় প্রমুখ।

টিএইচ