বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

সুরমা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে গ্রেপ্তার ২১

সুনামগঞ্জ প্রতিনিধি

সুরমা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে গ্রেপ্তার ২১

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের সোনাপুর গ্রামের পাশের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২১ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

রোববার (২৩ মার্চ) ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সোয়েবের নেতৃত্বে অভিযানকালে চারটি স্টিলবডি ও পাঁচটি ড্রেজার মেশিন (লিস্টার ড্রেজার) জব্দ করা হয়।  

এসময় গ্রামবাসী সেনাবাহিনীকে জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি দল নদীর পাড়ে পাহারা দেয়। বালু উত্তোলনের কারণে ঘর-বাড়ি নদীতে বিলীন হচ্ছে। গ্রামবাসী বাধা দিলে বালু খেকোরা তাদের ওপর হামলা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্যাপ্টেন সোয়েব জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সোনাপুর গ্রামের বাসিন্দা মৃত আলতাফ আলীর ছেলে সবুজ, আরব আলীর ছেলে জানফর ও মৃত ময়না মিয়ার ছেলে আব্দুল শহীদ বালু উত্তোলনকারীদের কাছ থেকে চাঁদা আদায় করে। বালু উত্তোলন করতে উৎসাহ দেয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

টিএইচ