বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তা, সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা সভাকক্ষে বড়লেখা ইউএনও নাজরাতুন নাইমের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজারের নবাগত জেলা মো. ইসরাইল হোসেন।

বক্তব্য দেন- বড়লেখা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আসলাম সারোয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, পল্লী বিদ্যুৎ বড়লেখা জোনাল অফিসের প্রকৌশলী মো. খায়রুল বাকী খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এমদাদুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বড়লেখা উপজেলা আহ্বায়ক মাওলানা মখলিছুর রহমান।  

প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন- হাকালুকি হাওরে অবৈধভাবে জাল দিয়ে পোনা মাছ নিধন যাতে না হয় এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ