বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

সুুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বন বিভাগ

কয়রা (খুলনা) প্রতিনিধি

সুুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বন বিভাগ

১ জুন থেকে আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য সুন্দরবনে মাছ, কাঁকড়া শিকার বন্ধ ঘোষণা করেছে সরকার। নিষিদ্ধকালীন সময়ে বনের সম্পদ আহরণের ওপর কড়াকড়ি আরোপ করেছে বন বিভাগ। 

অবৈধভাবে জেলেরা যাতে বনের ভেতরে ঢুকে মাছ, কাঁকড়া, বণ্যপ্রাণী শিকার করাসহ মূল্যবান বনজ দ্রব্য পাচার করতে না পারে সে ব্যাপারে বন বিভাগ কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। বিভাগীয় কার্যালয়, রেঞ্জ অফিস ও স্টেশন অফিসে বন কর্মকর্তারা সভা করে বন্ধকালীন সময়ে অবৈধ জেলে বাওয়ালীর অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি বৃদ্ধি করেছেন।

পশ্চিম সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা শ্যামাপ্রসাদ রায় জানিয়েছেন, বন বিভাগের নিয়মিত টহল কার্যক্রম জোরদার করার কারণে বর্তমানে জেলেরা বনের ভেতরে প্রবেশ করতে পারছে না। কাশিয়াবাদ স্টেশনের বিভিন্ন রুট দিয়ে অবৈধ কেউ যাতে সুন্দরবনে ঢুকতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা হয়েছে। 

ফরেস্ট স্টেশনে দালাল বাটপারের আশ্রয়-প্রশ্রয় না থাকায় অপরাধীচক্রগুলো চুপসে গেছে। নিষিদ্ধকালীন সময়ে বনের সম্পদ অবৈধভাবে কেউ যাতে আহরণ করতে না পারে সে ব্যাপারে বন কর্মকর্তা কর্মচারীরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এজন্য স্টেশন কর্মকর্তা শ্যামাপ্রসাদ রায় সকল মহলের সহযোগিতা কামনা করেন। 

এদিকে, তিন মাসের বন্ধকালীন সময়ে জেলেদের কথা চিন্তা করে সরকার জেলেদের মধ্যে বিনামূল্যে চাল বিতরণ শুরু করেছে। সুন্দরবন সংলগ্ন কয়রার ৭টি ইউনিয়নে হাজার হাজার জেলের মধ্যে প্রথম কোটার চাল স্ব স্ব ইউনিয়ন পরিষদের মাধ্যমে দেয়া হয়েছে। 

অনেক জেলে জানিয়েছেন, দ্রব্যমূল্যের বাজারে শুধু চাল দিয়ে সংসারের খরচ জোগানো সম্ভব না। এজন্য সরকারের কাছে অর্থ সহায়তার দাবি করেন তারা। উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম কোম্পানি বলেন, তার ইউনিয়নে ১৬৩১ জন জেলের মধ্যে প্রথম কোটার চাল সুষ্ঠুভাবে বিতরণ সম্পন্ন হয়েছে। 

টিএইচ