খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহতাশিম হায়দার চৌধুরী বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। আর এ উন্নয়ন-সমপ্রীতির কাজে বাঁধা দিলে কেউ ছাড় পাবে না।
আপনাদের যেকোনো সমস্যা আমাদের বলবেন এবং সেনাবাহিনীকে নিজেদের পরিপূরক হিসেবে ভাববেন। সোমবার (২৬ জুন) রাঙামাটির লংগদু জোনের সৌজন্যে ঈদুল আজহা উপলক্ষে স্থানীয়দের ঈদ উপহার ও আর্থিক সহায়তা প্রদানকালে একথা বলেন।
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে স্থানীয় পাহাড়ি বাঙালিদের মধ্যে দুর্গম পাহাড়ে সুপেয় পানির জন্য নলকূপ, অসচ্ছল যুবককে সেলাই মেশিন, কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী শিক্ষার্থীদের পাঠ্যবই ও ল্যাপটপ, স্থানীয় মাদ্রাসায় সিলিং ফ্যান, আনসার ব্যাটালিয়ন এবং বিভিন্ন এলাকার অসচ্ছল পরিবারের মধ্যে ঢেউটিন, থ্যালাসেমিয়াসহ বিভিন্ন রোগাক্রান্তদের এবং দুস্থ অসহায়, নওমুসলিমদের আর্থিক সহায়তা এবং শিক্ষা উপকরণসহ মোট ৪৯ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া, উপ-অধিনায়ক মেজর রিফাতুজ্জাকের, জোনের আরএমও ক্যাপ্টেন যোবায়ের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
টিএইচ