বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সেন্টমার্টিনে স্পিডবোট ডুবে নারী ইউপি সদস্যের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

সেন্টমার্টিনে স্পিডবোট ডুবে নারী ইউপি সদস্যের মৃত্যু

কক্সবাজারে টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী একটি স্পিডবোট নাফ নদীতে ডুবে গেছে। এ ঘটনায় ফিরোজা বেগম (৫৫) নামের সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক এক নারী সদস্য মারা গেছেন। 

এছাড়া নদী থেকে ভাসমান অবস্থায় পর্যটকসহ ২৩ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তথ্যটি জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ও স্পিডবোট মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম। 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনার নাইক্ষংদিয়ার টুরারমাথা (গোলগড়া) এলাকায় ঝড়ো হাওয়ার কবলে পড়ে স্পিডবোটটির তলা ফেটে ডুবে যায়। ডাবল ইঞ্জিনচালিত এ স্পিডবোটটিতে ২৪ জন যাত্রী ছিলেন।

এসময় স্থানীয় কোস্টগার্ডের একটি টহল দল ও যাত্রীবাহী স্পিডবোট এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হয়। ডুবে যাওয়ার সময় ফিরোজা বেগমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সেন্টমার্টিন ২০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেন্টমার্টিন ২০ শয্যার হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক নাঈমুর রহমান বলেন, স্পিডবোট ডুবির ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তার মধ্যে ফিরোজা নামে একজন নারী মারা গেছেন। আরো দুজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

ডুবে যাওয়া স্পিডবোটের যাত্রী পর্যটক আরিফ উল্লাহ বলেন, স্পিডবোটের তলা ফেটে গেলে চালক আব্দুল্লাহ পার্শ্ববর্তী কোস্টগার্ড ও অপর একটি স্পিডবোটের সহযোগিতা চাইলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হয়। আজ নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, স্পিডবোট ডুবিতে এক নারীর মৃত্যুর খবর শুনেছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টিএইচ