নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবকদল নেতা আরিফ শাহ রনির বাড়ি থেকে পাঁচটি পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পূর্ব হাজীপাড়ায় এ ঘটনা ঘটে। রনি বর্তমানে স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তর শাখার ২৬ নম্বর ওয়ার্ড (তেজগাঁও) কমিটির সদস্য।
ঘটনার বর্ণনায় আরিফ শাহ রনি জানান, ঈদ উদযাপন উপলক্ষে তিনি গ্রামের বাড়িতে অবস্থান করছেন এবং বৃহস্পতিবারই ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এদিন সকালে তার মা আফরোজা বেগম বাড়ির সামনে টিনের বেড়ার ভেতরের বাঁশের খুঁটির সঙ্গে ঝুলানো একটি লাল রঙের পলিথিন ব্যাগ দেখতে পান। সন্দেহ হওয়ায় তিনি ছেলেকে ডাকেন। রনি ব্যাগটি খুলে দেখেন, সেখানে পেপসি কোলার কাচের বোতলে কাপড়ের সলতে এবং লাল টেপে মোড়ানো কিছু বোমা সদৃশ বস্তু রয়েছে।
রনি বলেন, ‘বিষয়টি তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজনকে জানাই এবং ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করি। পরে পুলিশ এসে বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায়। আমি মনে করি এটি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। স্থানীয় আ.লীগ সংশ্লিষ্টদের ইন্ধনে এ কাজ হতে পারে। তদন্তপূর্বক দোষীদের বিচার দাবি করছি।’
রনির মা আফরোজা বেগম বলেন, ‘বাড়ির গেট খুলেই দেখি খুঁটির সঙ্গে ঝুলানো একটি ব্যাগ। কীভাবে এসেছে বুঝতে পারিনি, তাই ছেলেকে ডাকি। পরে পুলিশকে জানানো হয়।’
ঘটনাস্থলে উপস্থিত ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাতেমা বেগমের স্বামী আনোয়ার হোসেন বলেন, ‘বাড়ি থেকে চিৎকার শুনে ছুটে এসে দেখি একটি ব্যাগে বোতল সদৃশ কিছু রাখা। পুলিশের সন্দেহ হয় এটি পেট্রোল বোমা হতে পারে। পরে উদ্ধার করে নিয়ে যায়।’
এদিকে, বোতলাগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া অভিযোগ করেন, ‘বর্তমান সরকার দলীয় লোকজনই এই ঘটনা ঘটিয়ে বিএনপিকে বিতর্কিত করতে চাইছে। এটি একটি পরিকল্পিত অপতৎপরতা।’
সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন বলেন, ‘ঘটনার সত্যতা নিশ্চিত করে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’
ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ পুরো সৈয়দপুর জুড়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সকল মহল থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।
টিএইচ