নীলফামারীরর সৈয়দপুর পৌরসভার করোনাকালিন লোকাল গভর্মেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট ১১টি প্যাকেজের আওতায় ডাব্লু ১২ প্যাকেজে ১৪-১৫ নং ওয়ার্ডে ৩টি রাস্তা একটি আরসিসি ড্রেনের বরাদ্দ ধরা হয়েছে ১ কোটি ২১ লাখ টাকা।
দিনাজপুর রোড থেকে জিআরপি পুলিশ লাইন মোড় পর্যন্ত ৫৭০ মিটার রাস্তা ও ড্রেনের কাজের উদ্বোধন করছেন পৌরমেয়র রাফিকা আকতার জাহান।
মঙ্গলবার (১০ অক্টোবর) উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, ১নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন হোসেন, মহিলা কাউন্সিলর মঞ্জুআরা, কাউন্সিলর আব্দুল খালেক সাবু, প্রকৌশলী আইয়ুব আলীসহ স্থানীয় সুধীজন।
এ সময় মেয়র বলেন, সৈয়দপুর পৌর এলাকার ১৫টি ওয়ার্ডে রাস্তাগুলো চলাচলের অনুপোযোগী হওয়ায় দ্রুত সংস্কার করার জন্য পরিকল্পনা করা হয়েছে। আশা করি দ্রুত রাস্তাগুলোর কাজ বাস্তবায়ন হলে জনসাধারণের চলাচলের কোন ভোগান্তি থাকবে না এবং ওয়ার্ডের পানি নিষ্কাশনে কাজ করছি।
এই প্রজেক্টের আওতায় ১২টি গ্রুপে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে দুটি করে আধুনিক ডাস্টবিন নির্মাণ, সড়ক নির্মাণ ও সংস্কার করা হবে। এতে ব্যয় হবে প্রায় চার কোটি টাকা।
এ বিষয়ে জানতে চাইলে মেয়র রাফিকা বলেন, কিছু জটিলতার কারণে পৌর এলাকার উন্নয়নমূলক কাজ শুরু করতে বিলম্ব হয়েছে। এখন সে সমস্যা আর নেই।
পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে চলবে উন্নয়ন কাজ। সেই সাথে শহরের প্রধান প্রধান সড়কগুলো নির্মাণ ও মেরামত কাজ শুরুর বিষয়ে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এসব কাজের বিপরীতে অনুমোদন এলেই সড়কগুলোর কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
টিএইচ