বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

সৈয়দপুরে এক টাকায় নতুন জামা পেল শতাধিক শিশু

তৌসিফ রেজা, সৈয়দপুর (নীলফামারী)

সৈয়দপুরে এক টাকায় নতুন জামা পেল শতাধিক শিশু

নীলফামারীর সৈয়দপুরে ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ স্বেচ্ছাসেবী সংগঠন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদের আনন্দ বর্ণিল করতে মাত্র ১ টাকায় নতুন জামা দেয়ার উদ্যোগ নিয়েছে।

সংগঠনটি তাদের নিজ অর্থায়নে এই কার্যক্রম চালাচ্ছে, যা চাঁদ রাত পর্যন্ত চলবে। শিশুদের পাশাপাশি গরীব ও দুস্থ মানুষের জন্য শাড়ি, লুঙ্গি, থ্রিপিস, সেমাই, চিনি, দুধ বিতরণ করা হবে।

জানতে চাইলে সংগঠনের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী জানান, সমাজের অসহায় শিশুদের ঈদের খুশি দিতে এই আয়োজন করা হয়েছে। সদস্য সামিউল, রাজা, রাব্বি বলেন, সুবিধাবঞ্চিত শিশুরা নতুন পোশাক কেনার সুযোগ পায় না, তাই তারা যাতে নতুন জামা পরে ঈদ উদযাপন করতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ।

এই আয়োজনে শতাধিক শিশু মাত্র ১ টাকার বিনিময়ে তাদের পছন্দের পোশাক সংগ্রহ করেছে। জামা পেয়ে শিশু শবনম (৮), সুমাইয়া (৭), সাব্বির (১২), মল্লিক (৮) সবাই উচ্ছ্বসিত। তাদের কারও বাবা নেই, কারও মা অন্যের বাসায় কাজ করেন, তাই ঈদের নতুন পোশাক কেনা সম্ভব হতো না।

এই অস্থায়ী দোকানটি সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায় বসানো হয়, যেখানে ফ্রক, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট রাখা হয়েছিল। রাস্তার পাশে সামিয়ানা টাঙিয়ে ব্যানারে লেখা ছিল ‘১ টাকায় ঈদের নতুন জামা’, যা দেখে অনেক সুবিধাবঞ্চিত শিশু ছুটে আসে।

প্রতি বছর এই সংগঠন সুবিধাবঞ্চিত শিশুদের নতুন জামা, সালামী এবং দরিদ্রদের জন্য শাড়ি, লুঙ্গি ও খাবার বিতরণ করে আসছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সংগঠনটি এই মহতী উদ্যোগের মাধ্যমে নিজের মানবসেবার আর্দশ ফুটিয়ে তোলার প্রয়াস চালাচ্ছে।

টিএইচ