সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সৈয়দপুরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 

সৈয়দপুরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশের আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলার পুলিশ সুপার মো. গোলাম সবুর।

 সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি মোখছেদুল মোমিন, ইউএনও ফয়সাল রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল কুমার দত্ত, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিন, সাংবাদিক নুর মোহাম্মাদ ওয়ালীউর রহমান রতন, মাইনুল হক প্রমুখ। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতারাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এসময় পুলিশ সুপার বলেন, মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিয়ে, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

টিএইচ