নীলফামারীর সৈয়দপুরে পৌর এলাকার ৯০ শতাংশ রাস্তা চলাচল অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন থেকে কোন রাস্তা সংষ্কার না করায় চরম ভোগান্তী পোহাচ্ছে পৌরবাসী। এসব রাস্তা দ্রুত মেরামতের দাবিতে ধারাবাহিক আন্দোলন চলছে। এরই অংশ হিসেবে এবার প্রতীক অনশন কর্মসূচি পালন করেছে সৈয়দপুরের সর্বস্তরের মানুষ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শহরের ৭টি পয়েন্টে এই প্রতীক অনশন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি, সম্মিলিত বাম সংগঠন, স্বর্ণ কারিগর ও ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন পৃথক পৃথক স্থানে অবস্থান নেয়। এছাড়া অটোচালকরা গাড়ি বন্ধ রেখে কর্মসূচিতে অংশ গ্রহণ করে।
যোগ দেয় মিডিয়া কর্মীসহ সাধারণ মানুষ। ওয়াপদা মোড়, গোলাহাট বাজার, চিনি মসজিদ মোড়, থানার সামনে, ১ নং রেলওয়ে ঘুমটি ও শিল্প সাহিত্য পরিষদ মার্কেটের সামনে আনুষ্ঠানিক প্রতীকী অনশনে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ম আ শামীম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাভিস্কো, ওয়ার্কাস পার্টির উপজেলা সভাপতি তোফাজ্জল হোসেন, জাসদ (ইনু) উপজেলা সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আশিক জনি।
এছাড়াও বাংলাদেশ কৃষক সমিতির উপজেলা শাখা সভাপতি আবুল ফজল টুটুল, সহ-সভাপতি মজিবর রহমান, যুব মৈত্রীর সভাপতি ওবায়দুর রহমান, বাংলাদেশ অটোবাইক শ্রমিক কন্যাণ সোসাইটি উপজেলা শাখার সভাপতি পৌর কাউন্সিলর শাহীন হোসেন ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন।
বক্তারা বলেন, পৌরবাসী লাগাতার আন্দোলন করলেও সৈয়দপুর পৌরমেয়র ভ্রুক্ষেপ করছেন না, জনদাবি মানছেন না। প্রথম শ্রেণির পৌরসভার ২০০ কিলোমিটার রাস্তার ২০ কিলোমিটারও ভালো নেই। জনসেবার কোন কাজই করেন নি। উন্নয়নের বদলে চরম অবনতি হয়েছে সৈয়দপুরের।
টিএইচ