সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সোনাতলায় ফেন্সিডিলসহ ৩ জন গ্রেপ্তার

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

সোনাতলায় ফেন্সিডিলসহ ৩ জন গ্রেপ্তার

বগুড়ার সোনাতলায় ২৫০ বোতল ফেনসিডিলসহ ৩ জন গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গত বৃহস্পতিবার দিবাগত রাতে দিনাজপুর থেকে বগুড়ার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে ৩ ব্যক্তি ফেনসিডিল নিয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে র্যাব ও পুলিশ চেকপোস্ট বসিয়ে ২৫০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। 

গ্রেপ্তাররা হলেন, দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ ভরারা গ্রামের কোবাত আলীর ছেলে রওশন তারেক, একই জেলার কিশোরগঞ্জ উপজেলার গারাগ্রামের ওয়িজুল হোসেনের দুই ছেলে মো. ফারুক হোসেন ও মো. সুমন সরকার। এসময় তাদের ব্যবহূত মোটরসাইকেল থেকে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। মোটরসাইকেলসহ ৩টি মোবাইল ও ৩টি সিম জব্দ করা হয়।

এ বিষয়ে সোনাতলা থানার ওসি মিনাদুননবী বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পর আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

টিএইচ