বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সোনারগাঁয়ে ওসির বাড়িতে ডাকাতি

সোনারগাঁও প্রতিনিধি

সোনারগাঁয়ে ওসির বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মহজমপুর এলাকায় এক ওসির বাড়িতে পুলিশ সদস্য পরিচয় দিয়ে প্রবেশ করে ওসির বড় ভাই শহিদুল্লাহ সরকারকে কুপিয়ে ও পিটিয়ে অস্ত্র্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ১৫/২০ জনের একদল ডাকাত। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৮ মে) ভোরে।

ওসির বড় ভাই শহীদুল্লাহ সরকার জানান, তিনি প্রতিদিনের মত রাতে ঘুমিয়ে ছিলেন গত বুধবার দিনগত রাতে একদল সশস্ত্র ডাকাত বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তাকে দেখামাত্র ডান হাতে ছুরিকাঘাত করে আহত করে। 

এরপর তাকে চাদর পেঁচিয়ে বেঁধে সবকটি কক্ষে ভাংচুর চালিয়ে স্বর্ণালংকার, টাকাসহ বেশকিছু মালামাল লুট করে নিয়ে যায়। তিনি আরো জানান, ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্রসহ দেশিয় বিভিন্ন ধরনের অস্ত্র ছিলো। এদিকে রাতে ডাকাতির খবর পেয়ে তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ডাকাতির খবর পেয়ে বৃহস্পতিবার (১৮ মে) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম, সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মো. আহসান উল্লাহ, তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাকির রাব্বানী

সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম জানান, এ নিয়ে তদন্ত চলছে। ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

টিএইচ