সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে সমবয়সী ভাই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সোনারগাঁও পৌরসভার ইছাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত মুনতাসির (২) ইছাপাড়া এলাকার মাইনউদ্দিনের ছেলে এবং অপর শিশু হাবিবা আক্তার (৩) রুপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার রাজু আহম্মেদের মেয়ে। সম্পর্কে তারা একে অপরের মামাতো ফুপাতো ভাই বোন। নিহতের স্বজনরা জানান, সকালে দুই মামাতো ফুফাতো ভাই বোন হাত ধরে উঠানে খেলছিল। 

কোনো একসময় বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায় তারা। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া না গেলে অবশেষে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় ওই দুই শিশুকে দেখতে পাওয়া যায়। এরপর তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 সোনারগাঁ থানার উপ-পরিদর্শক পঙ্কজ কান্তি সরকার জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা শুনেছি। পারিবারিকভাবে তাদের দাফন করা হয়েছে।

টিএইচ