বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সৌন্দর্য বর্ধনে বদলে যাচ্ছে মৌলভীবাজারের কোদালিছড়া

মৌলভীবাজার প্রতিনিধি 

সৌন্দর্য বর্ধনে বদলে যাচ্ছে মৌলভীবাজারের কোদালিছড়া

মৌলভীবাজার শহরের কোদালি ছড়া খালের দুই তীরের পাঁচ কিলোমিটার এলাকার সৌন্দর্য বর্ধনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এরইমধ্যে ওয়ার্কওয়ে, গাইড ওয়াল নির্মাণ, লাইটিংয়ের কাজ ও খালের তলায় ব্লক ফেলাসহ বিভিন্ন পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে। পুরো কাজ বাস্তবায়ন সম্পন্ন হলে-কোদালিছড়া এলাকাটি দৃষ্টিনন্দন আকর্ষণীয় একটি পর্যটন স্থান হিসেবে পরিণত হবে। 

জানাযায়, প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে এ কাজ চলছে। কোনো এক সময়ে মৌলভীবাজার জেলা শহরের প্রধান একমাত্র অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল কোদালি ছড়া খাল। দীর্ঘদিনের দখল দূষণে এ খালটি ক্ষীণ হয়ে ভরাট হয়ে পড়ায় শহরের পুরো পানি নিষ্কাশনের বাঁধার কারণ হয়েছিল। সামান্য বৃষ্টিতে রাস্তাঘাট বাসা বাড়ি তলিয়ে চরম জলাবদ্ধতার সৃষ্টি হতো। 

তবে এক কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে ২০১৮ সালে পৌরসভাসহ প্রশাসনের সার্বিক সহযোগিতায় শহর থেকে হাওড় পর্যন্ত চৌদ্দ কিলোমিটার খাল পুনর্খনন ও দখলমুক্ত হওয়াতে শহরজুড়ে জলাবদ্ধতার অভিশাপ মুক্ত হয়। 

তবে এরইমধ্যে পর্যটন শহরের প্রাণকেন্দ্রে প্রবাহিত এ কোদালি ছড়া খাল ও তার আশপাশ আরও সৌন্দর্যমন্ডিত ও আকর্ষণীয়ভাবে গড়ে তুলতে একটি প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। দুই তীরে পাঁচটি প্যাকেজের মাধ্যমে দৃষ্টি নন্দন ওয়ার্কওয়ে, গাইড ওয়াল নির্মাণ, রেলিং, লাইটিং, শৌচাগার, বসার বেঞ্চ ও সেই সঙ্গে ফুল বাগানসহ নির্মাণ কাজ চলছে। অবশিষ্ট কাজ পুরোপুরিভাবে সম্পন্ন হয়ে গেলে এটি দর্শনীয় পর্যটন স্থান হিসেবে সবার মন কাড়বে। 

এ, এ, কিউ, সি ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. কামরুজ্জামান শ্যামল জানান, সরকারের সঠিক নিময়মতেই কাজ করা হয়েছে। সঠিক সময়েই তা পৌরসভার কাছে হস্তান্তর করা হবে। 

মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান জানান, পৌরসভার নজরদারিতে গুণগতমান বজায় রেখেই কাজ হচ্ছে।

পৌরমেয়র মো. ফজলুর রহমান বলেন, পৌরবাসীর অভিশাপ কোদালিছড়া এরইমধ্যে সংষ্কারে পানি নিষ্কাশনসহ অনেক সুবিধার সৃষ্টি হয়েছে। এখন সৌন্দর্যবর্ধনে যে কাজ হচ্ছে বাস্তবায়িত হলে, পৌর নাগরিকদের বেড়ানোর জন্য দৃষ্টিনন্দন পর্যটক স্পট হবে কোদালিছড়া।

টিএইচ