বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ১৮ বছর পর গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি

স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ১৮ বছর পর গ্রেপ্তার

২০০৭ সালে দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে একাকী গোপনে দাফন করার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৮ বছর পলাতক থাকা আসামি আবুল কাসেমকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (২ মার্চ) বিষয়টি জানান নীলফামারী সদর থানার ওসি এম আর সাঈদ। আবুল কাশেম নীলফামারী সদর উপজেলার বাড়াইপাড়ার মৃত আলীজানের ছেলে।

ওসি বলেন বলেন, তিনি দীর্ঘ ১৮ বছর পলাতক ছিলেন। তার অবস্থান নির্ণয় করার পর জানতে পারি তিনি গাজীপুরে অবস্থান করছেন। নীলফামারী সদর থানার একটি দল সেখানে গিয়ে র্যাবের সহযোগিতায় আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহসিন (অতি.) বলেন, ২০০৭ সালে এ মামলা হয়। ২০২১ সালে মামলার রায় ঘোষণা করা হয় মৃত্যুদণ্ড। কিন্তু শুরু থেকেই পলাতক ছিল আসামি। গত শনিবার ১৮ বছর পর গাজিপুর থেকে গ্রেপ্তার করা হয়।

টিএইচ