শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যাকারী সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

ঝালকাঠি প্রতিনিধি

স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যাকারী সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

ঝালকাঠিতে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যাকারী সেই ছাত্রলীগ নেতা আলী ইমাম খান অনুকে বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। গত সোমবার রাতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম পারভেজের ফেইচবুক পেইজ আইডিতে এমন একটি  প্রেসবিজ্ঞপ্তি পোস্ট করা হয়।  পোস্টের ব্যাপারে সে নিজেই মুঠোফোনে নিশ্চিত করেছেন। 

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এতে স্বাক্ষর করেন। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, আল ইমাম খান অনুকে (সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ঝালকাঠি জেলা শাখা) তার কৃতকর্মের কারণে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো। 

এর আগে পরকিয়া প্রেমের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে ফেসবুকে একাধিক স্ট্যাটাস দিয়ে থানায় আত্মসমর্পণ করেছে স্বামী আলী ইমাম খান অনু (৩০)। 

গত সোমবার ঝালকাঠি ইকোপার্কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  সে শহরের ফকির বাড়ি এলাকার দলিল লেখক দিদার হোসেন নান্নার পুত্র ও জেলা ছাত্রলীগ সহসভাপতি। নিহত সায়মা পারভিন (২০) এ বছর মহিলা কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হয়েছে এবং সে একই এলাকার শাহাদাত তালুকদারের মেয়ে। 

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহিতুল ইসলাম বলেন, অভিযুক্তকে পুলিশ  হেফাজতে নেয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনু নিজেই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জানিয়েছে, পরকীয়ার কারণে সে একাই স্ত্রীকে হত্যা করেছে। 

তবে সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহতের ব্যাগ তল্লাশি করে একটি নতুন চাকুও উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টিএইচ