বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

স্ত্রীকে ভিডিও কলে রেখে আনসার সদস্যের আত্মহত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

স্ত্রীকে ভিডিও কলে রেখে আনসার সদস্যের আত্মহত্যা

স্ত্রীকে ভিডিও কলে রেখে আরিফুল ইসলাম নামে এক আনসার সদস্য আত্মহত্যা করেছেন। গত রোববার দিবাগত রাতে চুয়াডাঙ্গায় সদর উপজেলার ডিঙ্গেদহ আনসার ব্যাটালিয়নের পার্শ্ববর্তী উসমান গণির ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত আরিফুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার জয়দেবপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে। তিনি ডিঙ্গেদহ আনসার ব্যাটালিয়নের সিপাহী হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি জানিয়েছেন চুয়াডাঙ্গা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরী। 

তিনি বলেন, আরিফুল ইসলাম পরিবার নিয়ে ব্যাটালিয়নের পাশেই ভাড়া বাড়িতে থাকতেন। গত বৃহস্পতিবার ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে যান। ছুটি শেষে গত রোববার তিনি একাই ভাড়া বাসায় ফেরেন। প্রাথমিকভাবে জেনেছি, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ভিডিও কলে রেখে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, পারিবারিক কলহের জেরে এক আনসার সদস্য আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টিএইচ