রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি 

স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) ঢাকার আয়োজনে এবং মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলার ইউপি চেয়ারম্যান, সদস্য, সচিব ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ক দুদিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১৫ মে) উপজেলা পরিষদের নবনির্মিত অডিটরিয়ামে ইউএনও মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।

প্রশিক্ষণ কোর্সে জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের (এনআইএলজি) উপসচিব যুগ্ম-পরিচালক মো. শফিকুল ইসলাম ইউনিয়ন পরিষদের আওতাধীন স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। 

প্রশিক্ষণে উপজেলার ৬টি ইউনিয়নের ৬ ইউপি চেয়ারম্যান, ৫৪ জন ইউপি সদস্য ও ১৮ জন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য অংশগ্রহণ করেন।

টিএইচ