সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

‘স্বচ্ছতা ও জনকল্যাণমূলক রাজনীতি করতে হবে’

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

‘স্বচ্ছতা ও জনকল্যাণমূলক রাজনীতি করতে হবে’

স্বচ্ছতা ও জনকল্যাণমূলক রাজনীতি করার আহ্বান জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ.কে.এম শামসুল ইসলাম শামস ওরফে সূর্য। 

গত বৃহস্পতিবার সন্ধ্যায় নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক নান্দাইল রোড বাজারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাংগাইল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. বাহাউদ্দিন আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রিপনের সঞ্চালনায় মতবিনিময় সভায় সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ড. এ.কে.এম শামসুল ইসলাম শামস বলেন, বাংলাদেশে আধিপত্যবাদের কোন জায়গা নেই, এ বাংলাদেশে কলুষিত রাজনীতির আর কোন জায়গা নেই। তাই ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই আদর্শে আদর্শিত হয়ে নতুন রাজনীতি পরিচালিত হবে। 

সুতরাং যারা এই সুস্থ ধারার বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চান, তাদের এই মূলমন্ত্র মনেপ্রাণে বিশ্বাস করার এবং মনের মধ্যে ধারণ করার আহ্বান জানান। বিকেল থেকে গাংগাইল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদলের নেতাকর্মীরা দলে দলে স্বতঃস্ফূর্তভাবে নান্দাইল রোড বাজার বিএনপির মতবিনিময় সভায় যোগদান করে।

এ সময় বিশেষ অতিথি ছিলেন- ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য ও নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, নান্দাইল উপজেলা বিএনপি নেতা ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাবু পল্লব রায়, বিএনপি নেতা আনোয়ার মাস্টার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূইয়া বিপ্লবসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং গাংগাইল ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণ।

টিএইচ