পলাতক ফ্যাসিষ্ট আওয়ামী লীগ বিগত ১৬ বছর মজলুমদের হত্যা করে তাদের ক্ষমতা স্থায়ী করার পথ বেছে নেয়। স্বাধীন বাংলাদেশে আ.লীগের অপরাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। আ.লীগের ফ্যাসিবাদী রাজনীতি এদেশের জনগণ আর কোনোভাবেই মেনে নেবে না। এদেশের রাজনীতিতে আ.লীগকে আর কোনোভাবেই ফিরতে দেয়া হবে না।
১৯৭১ সালের ২৩ মার্চ পরাধীন বাংলার দিনাজপুরে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের স্মরণে সোমবার (২৪ মার্চ) দিনাজপুরের বাহাদুর বাজারস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
দিনাজপুর জেলা জাগপার সভাপতি অ্যাড. মো. নুরুন্নবীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুব আলম ননী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাগপার যুব বিষয়ক সম্পাদক ও জেলা জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রূপম। দিনাজপুর জেলা যুব জাগপার সভাপতি গোলাম বাকী হূদয়ের প্রানবন্ত সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, জেলা জাগপার সহ-সভাপতি গোলাম মোস্তফা বাপ্পী, যুগ্ম আহবায়ক মিস্টার আলী প্রমুখ। শেষে দেশ, জাতির মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন যুব জাগপার সভাপতি গোলাম বাকী হূদয়।
টিএইচ