শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

স্বামীহারা বৃদ্ধার পাশে দাঁড়ালেন গোসাইরহাটের ইউএনও

গোসাইরহাট (শরীয়তপুর) চাঁদপুরে

স্বামীহারা বৃদ্ধার পাশে দাঁড়ালেন গোসাইরহাটের ইউএনও

মানবিকতার এক উৎকৃষ্ট উদাহরণ সৃষ্টি করলেন শরীয়তপুরের গোসাইরহাটের ইউএনও কাফী বিন কবির। গত ১৬ জুন সকাল ১০টায় দাপ্তরিক কাজে উপজেলার ধীপুর গ্রাম পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় তিনি একটি জরাজীর্ণ টিনের ঘর দেখে উৎসুক হয়ে দেখতে যান সেখানে কে থাকেন। 

ভেতরে গিয়ে দেখেন ষাটোর্ধ্ব এক বৃদ্ধা ভাত রান্না করছেন। ঘরের ভেতর টিনের চালের বিভিন্ন স্থানে ভাঙা ও ফুটো রয়েছে। বৃদ্ধা পলিথিন দিয়ে ভাঙা স্থান ঢেকে ঘরে বৃষ্টি পড়া থেকে রক্ষার চেষ্টা করেছেন। 

অসহায় বৃদ্ধার সঙ্গে কথা বলে জানা যায়, তার নাম জাহানারা বেগম (৬২)। তার স্বামী আবুল আকন মারা গেছেন ২০ বছর আগে। ছেলেমেয়েরা তাকে দেখেন না। স্বামীর ভিটার তিন শতাংশ জমির ওপর বসবাস করেন তিনি। সংস্কারের অভাবে তার ঘরটি এখন ছাপড়ার মতো দেখাচ্ছে। এর-ওর কাছ থেকে সাহায্য নিয়ে ও ভিক্ষা করে দিন চলে তার। আগে অন্যের বাড়িতে কাজ করতেন। এখন বয়সের ভারে তা আর পারছেন না।  

জাহানারা বেগমের অবস্থা দেখে সঙ্গে সঙ্গে তাকে দুই বান টিন ও ছয় হাজার টাকা ঘর মেরামত বাবদ দেয়ার ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির। আসছে ঈদ উপলক্ষে সরকার প্রদত্ত চাল ও উপহার দেয়ারও ব্যবস্থা করেন তিনি। 

ঘর মেরামতের সুযোগ পাওয়ায় জাহানারা বেগম বলেন, অনেক ইউএনও স্যার দেখেছি কিন্তু এমন দয়াবান মানুষ দেখিনি। এই বর্ষায় আমার আর ঘর নিয়ে চিন্তা করতে হবে না। আল্লাহ তাকে ভালো রাখুক।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত বলেন, ইউএনও স্যার সব সময় এ ধরনের জনকল্যাণমূলক কাজ করে থাকেন। তিনি প্রথাগত কাজের চেয়েও বাস্তবমুখী কাজে নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করেন। অসহায়দের সাহায্য করে তিনি আনন্দ পান।

টিএইচ