বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সড়কে এক পরিবারের তিনজনসহ ১১ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

সড়কে এক পরিবারের তিনজনসহ ১১ জন নিহত

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৩ জনসহ ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজশাহীতে মা-ছেলেসহ এক পরিবারের তিনজন, যশোরে দুজন, টাঙ্গাইলে দুজন, গাজীপুরে দুজন, চাঁদপুরের ফরিদগঞ্জে দুজন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

রাজশাহী : রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। তারা মোটরসাইকেলের আরোহী ছিলেন। শনিবার (২১ ডিসেম্বর) রাজশাহী-নাটোর মহাসড়কে পুঠিয়ার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে আবু হানিফ, তার স্ত্রী ফাতেমা খাতুন ও শ্যালিকা যুথি খাতুন। ফাতেমা ও যুথির বাবার নাম শাহেদ আলী। বাড়ি পুঠিয়ার পালোপাড়া গ্রামে। পুঠিয়ার শিবপুরে অবস্থিত পবা হাইওয়ে থানার এসআই ফিরোজ হোসাইন জানান, একই মোটরসাইকেলে চেপে আবু হানিফ, ফাতেমা ও যুথি রাজশাহীর দিক থেকে পুঠিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। শিবপুরে নাটোরের দিক থেকে রাজশাহীমুখী একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনজন গুরুতর আহত হন। এ সময় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই হানিফ ও যুথি মারা যান। তাই হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকেই তাদের মরদেহ বাড়ি নিয়ে যান পরিবারের সদস্যরা। আর ফাতেমাকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ফাতেমাও মারা যান। এসআই ফিরোজ হোসাইন জানান, চাপা দিয়ে পালিয়ে যাওয়া বাসটিকে শনাক্ত করতে তারা বিভিন্ন স্থানের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

যশোর: যশোর পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) ঝিকরগাছা ও মণিরামপুরে এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ এলাকার হাফিজুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান বুলু মিয়া গাজী ও মনিরামপুর উপজেলার শরণখোলা গ্রামের আফজাল হোসেন। ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী গোল্ডেন লাইন পরিবহন নামের একটি এসি বাস বেপরোয়া গতিতে আসছিল। গাজীর দরগাহ নামক স্থানে পৌঁছালে এক মোটরসাইকেল আরোহীকে পাশ কাটাতে গিয়ে পথচারী বুলু মিয়াকে চাপা দিয়ে বাসটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় স্থানীয় জনতা বাসের প্রায় ১৫ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে নিহত মোস্তাফিজুর রহমান বুলু মিয়াকে উদ্ধার করে। আহতদের মধ্যে বাসচালক ও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, শনিবার (২১ ডিসেম্বর) খেদাপাড়া সরসকাটি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আফজাল হোসেন নামে এক যুবক মারা যান। তিনি কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। 

টাঙ্গাইল : বঙ্গবন্ধু সেত ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার  আশেকপুর বাইপাস এলাকায় বাস চাপায় সিএনজির চালকসহ ২ জন নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে। পুলিশ আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করেছে। নিহতরা হলেন, সিএনজি চালক  কালিহাতী উপজেলার পাথালিয়া এলাকার সোহরাব হোসেন ও টাঙ্গাইল  সদর উপজেলার করটিয়ার সুনিল পালের ছেলে প্রদীপ পাল। পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজিচালিত অটোরিক্সাটি করটিয়া থেকে টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সিএনজিটি বঙ্গবন্ধুসেতু  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় সড়ক পাড় হওয়ার চেষ্টা করে। এ সময় উত্তরবঙ্গগামী একটি দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা সিএনজির চালক ও ওই যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক সোহরাব হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য সিএনজি যাত্রী প্রদীপ পালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে ঢাকা পৌঁছানোর পূর্বেই তিনি  অ্যাম্বুলেন্সেই মারা যান। এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. সৈকত হোসেন জানান, দুর্ঘটনায় খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনা কবলিত সিএনজিটি উদ্ধার করি। নিহত দুজনের মধ্যে চালকের মৃতদেহ স্বজনদের নিকট হস্থান্তর করা হয়েছে। প্রদীপ পালের মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে গেছে।

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কাওরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন শফিকুল ইসলাম। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতি জেলার কাংশা গ্রামের গোলাপ হোসেনের ছেলে। তিনি পেশায় ঠিকাদার। অপরজনের পরিচয় জানাতে পারেন পুলিশ। নিহতের স্ত্রী শিরিনা আক্তার বলেন, তার স্বামী শফিকুল ইসলাম পেশায় ঠিকাদার ছিলেন। শনিবার তিনি কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকায় একটি মাদরাসার সাইড পরিদর্শনের জন্য জয়দেবপুরের বাসা থেকে বের হয়েছিলেন। সেখানে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন বলে তিনি ধারণা করছেন। মাওনা ফাঁড়ির এসআই মোহাম্মদ কুদ্দুস মৃধা বলেন, শনিবার মাওনা থেকে একটি ট্রাক কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেল ওভারটেকিং করার সময় ট্রাকের পাশে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ফরিদগঞ্জ : বৈরি আবহাওয়ার মধ্যে শনিবার (২১ ডিসেম্বর) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বালিথুবা পূর্ব ইউনিয়নের মূলপাড়া এলাকার আব্দুল্লাহ মোহন ইকবাল ও শাহাদাৎ হোসেন মজুমদার দুই বন্ধু  মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে বদরপুর সৈয়াল বাড়ির সামনে বেঁড়িবাঁধ সড়কে অটরিক্সার সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে গুরতর আহত হয়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন। শাহাদাৎকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। ঢাকা নেয়ার পথে দাউদকান্দি এলাকায় শাহাদাতের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ইকবাল মূলপাড়া সামসুদ্দিন খান কারিগরি বাণিজ্য কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। আব্দুল্লাহ মোহন ইকবাল মূলপাড়া হাজী বাড়ির খাজে আহমদের ছেলে এবং শাহাদাত একই এলাকার মজুমদার বাড়ির ওবায়দুল্লা মিয়ার ছেলে। ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম জানান, সড়ক দুর্ঘটনা বিষয়ে আইনী প্রক্রিয়াধীন রয়েছে।

টিএইচ