রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সড়কে ঝরল সাত প্রাণ

নিজস্ব প্রতিবেদক

সড়কে ঝরল সাত প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়কে ঝরল সাত প্রাণ। খুলনার পাইকগাছায় তিনজন, শেরপুরের নকলায় একজন ও পটুয়াখালীর বাউফলে এক শ্রমিক, দিনাজপুর চিরিরবন্দরে একজন ও সিরাজগঞ্জের তাড়াশে একজন  নিহতের খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছায় ভ্যান ও  মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত ও ২ জন আহত হয়েছে। বুধবার (০৫ জুন) পাইকগাছা-কয়রা সড়কে স্মরণখালী কৃষি কলেজ সংলগ্ন বড়দল থেকে আসা ইঞ্জিনচালিত ভ্যান এবং পাইকগাছা থেকে যাওয়া দ্রুত গতিতে নাম্বার বিহীন মোটরসাইকেল সংঘর্ষ হলে ঘটনাস্থলে শাহাপাড়া গ্রামের মৃত আনসার আলী গাজীর পুত্র ভ্যানচালক ইসমাইল গাজী ঘটনাস্থলে মারা যায়। অপর দুজন মোটরসাইকেল চালক গড়ইখালী গ্রামের হারুন গাইনের ছেলে মাহবুব গাইন ও তার বন্ধু পৌরসভার ৬নং ওয়ার্ডের বাতিখালী গ্রামের আবিদুর মাস্টারের ছেলে রিয়াদ হোসেন। ঘটনাস্থল থেকে তাদের মুমূর্ষু অবস্থায়  স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। ভ্যানে থাকা দুই যাত্রী তিশা ও সাথী মণ্ডলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও ইঞ্জিনভ্যান জব্দ করেছে।  পাইকগাছা থানার ওসি মো. ওবাইদুর রহমান  ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাশিদুল হাসান রাসেল নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার (০৫ জুন) উপজেলার গৌড়দ্বার বাজার সংলগ্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদুল হাসান শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামের মো. সাইদুল হকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল গাজীপুরের মাওনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বুধবার (০৫ জুন) সেখান থেকে বাড়ি ফেরার জন্য শেরপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে নকলা উপজেলার গৌড়দ্বার বাজার সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মোটরসাইকেলের সঙ্গে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং মোটরসাইকেল গুড়িয়ে যায়। পরে স্থানীয় লোকজন রাসেলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বাজার এলাকায় বুধবার (০৫ জুন) অটোগাড়ির ধাক্কায় আহত হয়ে মো. সোহাগ  মারা গেছেন। সোহাগ শ্রমিকের কাজ করতেন। তিনি উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিজ তাঁতেরকাঠী গ্রামের বাসিন্দা মো. কলম গাজীর ছেলে। নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী জানান, সোহাগ অটোগাড়ি নিয়ে ধূলিয়া লঞ্চঘাটে যান। ইউপি সদস্য রুবেল ভোরে ওই ঘাটে নামার পর তাকে নিয়ে ফেরার পথে কালিশুরী বাজারের দক্ষিণ পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোগাড়ি তাদের বহন করা অটোগাড়িটিকে ধাক্কা দেয়। এতে সোহাগ গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য নিয়ে যায়। ওই সময়ে দায়িত্বে থাকা চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।  বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন সত্যতা নিশ্চিত করেন। 

চিরিরবন্দরে (দিনাজপুর) : দিনাজপুর চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুশান্ত সরেন নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। গত মঙ্গলবার রাতে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের চকমুসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুশান্ত সরেন ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি এলাকার সোনাই চন্দ্র সরেনের ছেলে। আহত যুবক চিরিরবন্দর উপজেলার স্বরস্বতীপুর এলাকার রবিন সরেনের ছেলে বিশ্বজিৎ সরেন। স্থানীয়রা জানান, সুশান্ত সরেন ও বিশ্বজিৎ সরেন মিলে আমতলী এলাকার লিচুবাগান থেকে লিচু নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। আমতলী বাজারের পাশে চকমুসা এলাকায় পৌঁছালে ফুলবাড়ী থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে সুশান্ত সরেন নিহত হন। গুরুতর আহত বিশ্বজিৎ ও সরেনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা। চিরিরবন্দর থানার ওসি আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তাড়াশ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের তাড়াশে জমি চাষ করা ট্রাক্টর ও নসিমন ভটভটির সংঘর্ষে ট্রাক্টরের চালক মো. তোজাম উদ্দিন নিহত হয়েছেন। বুধবার (০৫ জুন) উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের মানিকচাপর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. তোজাম উদ্দিন উপজেলার তালম ইউনিয়নের উপর সিলেট গ্রামের মৃত মো. সিরাজ আলীর ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত ট্রাক্টরের চালক ছিলেন। ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেক। এ ব্যাপারে তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

টিএইচ