সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
The Daily Post

সড়কে বাবা-ছেলেসহ ঝরল আট প্রাণ

নিজস্ব প্রতিবেদক

সড়কে বাবা-ছেলেসহ ঝরল আট প্রাণ

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাগেরহাটের ফকিরহাটে বাবা-ছেলে, ঢাকার নবাবগঞ্জে কলেজ ছাত্রসহ দুজন, টাঙ্গাইলের মির্জাপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা, ময়মনসিংহের ভালুকায় এক শ্রমিক, নাটোরের লালপুরে এক বৃদ্ধা ও কুষ্টিয়ার ভেড়ামারায় একজন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

ফকিরহাট (বাগেরহাট) : বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাবী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় স্ত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার (২২ জুন) খুলনা-বাগেরহাট মহাসড়কের পিলজং ইউনিয়নের মহাদেবের দোকান সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোটরসাইকেল চালক খলিলুর রহমান এবং তার এক বছরের শিশু পুত্র। এ সময় নিহত খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগম গুরুত্বর আহত হন। তাকে আশংকাজনক অবস্থায় ফকিরহাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান জানান, শনিবার (২২ জুন) পটুয়াখালী থেকে মোটরসাইকেলযোগে তিন আরোহী যশোর গদখালী এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দোহার নবাবগঞ্জ (ঢাকা) : ঢাকা-নবাবগঞ্জ আঞ্চলিক সড়কে খারসুর এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র ও সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। কলেজছাত্রীসহ আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (২২ জুন) নবাবগঞ্জ ও সিরাজদিখান সীমান্তবর্তী খারসুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দোহার উপজেলার নারিশা ইউপির সাবেক সদস্য ও সাতভিটা গ্রামের শেখ গিয়াস উদ্দিনের ছেলে শেখ আব্দুর রহমান ও জয়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একাদ্বশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র মো. শাহীন। শাহিন দোহারের ইসলামপুর খালপাড় গ্রামের শেখ রাজ্জাকের ছেলে। তাৎক্ষণিকভাবে আহত কলেজ ছাত্রী মিমসহ ৪ জনকে ঢাকায় নেয়া হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজিটি একটি বাসকে পাশ কাটিয়ে দ্রুত বেগে যাওয়ার পথে অপরদিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। স্থানীয়রা মারাত্মক আহতাবস্থায় শেখ আব্দুর রহমান ও মো. শাহীনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত অন্যদের ঢাকায় নেয়া হয়েছে। নবাবগঞ্জ থানার ওসি মো. শাহ্ জালাল জানান, দুর্ঘটনাস্থল সিরাজদিখান থানা এলাকার। সীমান্তবর্তী ও ঘটনার সংশ্লিষ্টতায় পুলিশ বিষয়টি দেখছে।

মির্জাপুর (টাঙ্গাইল) : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে বাস-লেগুনা সংঘর্ষে এক স্বেচ্ছাসেবকলীগ নেতা নিহত হয়েছে। শনিবার (২২ জুন) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের বানিজ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উপজেলার ভাওড়া ইউনিয়নের আমড়াইল তেলিপাড়া গ্রামের আবুল মোল্লার ছেলে রুবেল মোল্লা। তিনি ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক বলে জানিয়েছেন ভাওড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আমজাদ হোসেন। পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকার বানিজ মার্কেট এলাকায় পৌঁছে কালিয়াকৈরমুখী লেগুনাটিকে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই লেগুনা গাড়ির চালক রুবেল মোল্লার মৃত্যু হয়। এব্যাপারে গোড়াই হাইওয়ে থানার এসআই আনিসুজ্জামান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি। বাস-লেগুনা জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় সিডস্টোর কাঁচা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পার হতে গিয়ে ঘটনাস্থলেই রাজু আহমেদ নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুন) এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু আহমেদ কিশোরগঞ্জ সদরের শোলাকিয়া ঈদগাহ মাঠ এলাকার মৃত সায়েম উদ্দিনের ছেলে। জানা যায়, নিহত রাজু আহমেদ ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের খন্দকারপাড়া এলাকায় তার ছোট বোন লাকি আক্তারের বাসায় থেকে রাজযোগালিসহ দিন মজুরের কাজ করতো। ঘটনার দিন সকালে সিডস্টোর এলাকায় কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান রাজু। পরে সিডস্টোর কাঁচা বাজার এলাকায় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ি চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

লালপুর (নাটোর) : নাটোরের লালপুরে রাস্তা পারাপারের প্রাইভেটকারের ধাক্কায় রেহেনা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুন) উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের তিলকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহেনা বেগম ওই এলাকার আনসার আলীর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রেহেনা বেগম রাস্তা পারাপারে জন্য সড়কের সাদা দাগকাটা চিহ্নের পাশে দাঁড়িয়ে ছিলো। এসময় ঈশ্বরদীগামী দ্রুতগতির একটি প্রাইভেটকার রেহেনা বেগমকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই রেহেনা বেগমের মৃত্যু হয়। স্থানীয় ২ নং ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লালপুর থানার ওসি মো. নাছিম আহমেদ জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি। 

ভেড়ামারা (কুষ্টিয়া) : কুষ্টিয়ার ভেড়ামারায় ভাঙ্গাপুল নামক স্থানে অবৈধ ড্রামট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী আব্দুস সালাম নিহত হয়েছে। ঘাতক ড্রামট্রাক টিকে পুলিশ আটক করেছে। শনিবার (২২ জুন) ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া ভাঙ্গাপুল নামক স্থানে অবৈধ ড্রামট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী আব্দুস সালাম( ৫০) নামক এক ব্যাক্তি ঘটনা স্হল নিহত হয়েছে। নিহত আব্দুস সালামের বাড়ি একই উপজেলার মাওলাহাবাসপুর গ্রামের মৃত হারান মালিথার ছেলে। ঘটনা স্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।  এবং ঘাতক ড্রামট্রাক আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ। ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম জানান, এ ব্যাপারে নিহতের পরিবার অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ