বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
The Daily Post

হত্যামামলায় খালাস পেলেন জাকির খান

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

হত্যামামলায় খালাস পেলেন জাকির খান

নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী নেতা খন্দকার সাব্বির আলম হত্যা মামলার আসামি জাকির খানকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ জানুয়ারি) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমিনুল ইসলাম এ রায় দেন। রায়ের বিষয়টি জানিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. আজিজুর হক হান্টু। 

এ বিষয়ে অ্যাড. আজিজুর হক হান্টু বলেন সাব্বির আলম হত্যা মামলায় দায়েরকৃত আসামিদের বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত না পাওয়ায় আদালত তাদের প্রত্যেককে খালাস প্রদান করেছেন। এ সময় তিনি বলেন, আসামি জাকির খানের বিরুদ্ধে মোট ৩৩ মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে ৩০টি মামলায় জাকির খান খালাস পেয়েছেন। 

বাকি ৩ মামলার দুটিতে জামিনে রয়েছেন। উল্লেখ্য, ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি গুলিতে নিহত হন ব্যবসায়ী নেতা অ্যাড. তৈমুর আলম খন্দকারের ছোট ভাই সাব্বির আলম খন্দকার। ওই সময় নিহত সাব্বির আলম খন্দকারের বড় ভাই বিএনপির বহিষ্কৃত নেতা অ্যাড. তৈমুর আলম খন্দকার বিএনপির সাবেক সংসদ গিয়াস উদ্দিনকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ্য করে ফতুল্লা থানায় একটি হত্যামামলা করেন। 

ওই মামলা থেকে আসামি গিয়াস উদ্দিন তার শ্যালক জুয়েল ও শাহীনকে অব্যাহতি দিয়ে সাবেক ছাত্র নেতা জাকির খান তার ভাই ঝিকু খান ও মামুন খানকে আসামি করে আদালতে একটি চার্জশিট দাখিল করেন। ওই মামলায় জাকির খানের বিরুদ্ধে কোন সম্পৃক্ত না পাওয়ায় আদালত খালাস প্রদান করেন।

টিএইচ